নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাটে নৌকার প্রার্থী আবুল কাসেম এবং আনারসের প্রার্থী মোহাম্মদ কাইছের অনুসারীদের মধ্যে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষ হয়।
এসময় নৌকা এবং আনারসের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর চালানো হয়। রাস্তার দুপাশে এসময় ইট-পাথর নিক্ষেপ করা হয়।
আনারস প্রার্থীর ক্যাম্পের সামনে এসময় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, ভাংচুর করা হয় দুইটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার।
এসময় ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। বন্ধ হয়ে যায় দুপাশে গাড়ি চলাচল। পরে পটিয়া থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন মাথায় আঘাত পেয়েছে।
ওসি রেজাউল করিম মজুমদার বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে হাজির হই। প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুতই আমরা ব্যবস্থা নিব।
















