সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদ্রাসার হাজারো আলেম-ওলামাকে নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জয় বাংলা ধধনিতে মুখরিত হয় পুরো এলাকা।
আজ রোববার,১৯ ডিসেম্বর বিকাল আড়াইটার দিকে সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক এডভোকেট জিন্নাত সোহানার নেতৃত্বে মিছিলটি জমিয়াতুল ফলাহ মসজিদ মাঠ থেকে শুরু হয়ে নগরীর জামালখান প্রেসক্লাবে এসে শেষ হয়।
এসময় বক্তারা বিজয়ের পঞ্চাশ বছরে সমাজের সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের প্রতি নিজের সর্বোচ্চ দায়িত্বটুকু পালনের প্রতি জোর প্রদান করেন।
আয়োজন প্রসঙ্গে জিনাত সোহানা চৌধুরী বলেন, সুচিন্তা দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে কাজ করছে। মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা , জাতীয় সংগীত, জয়বাংলা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তথা দেশপ্রেম প্রথিত করাই আমাদের উদ্দেশ্য। অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত ও উন্নত বাংলাদেশ গঠনে দেশপ্রেম এর বিকল্প নেই। জাতির জনকের স্বপ্ন পূরনে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মুল ধারায় সম্পৃক্ত করতে সুচিন্তা কাজ করে যাবে।
এতে আরো উপস্থিত ছিলেন সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের উপদেষ্টা মোহাম্মদ ইমরান, যুগ্ম-সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ, তপন চক্রবর্তী, আবু হাসনাত ও সদস্য শুকলাল দাশ, যুবনেতা দেবাশীষ পাল দেবু।
















