স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের কর্ণফুলীতে পণবাহী ট্রাকের ধাক্কায় এস এম খোর্শেদুল আলম জনি (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে এগারোটার দিকে উপজেলার ক্রসিং এলাকার মেগা কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি আনোয়ারা উপজেলার বটতলী ওয়াদ্দারপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করছেন শাহমিরপুর পুলিশ ফাঁড়ির আইসি আল মাহমুদ।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই স্বপন দত্ত বলেন, শনিবার রাতে জনি মোটরসাইকেল নিয়ে আনোয়ারা যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে বাইকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
















