সিনিয়র প্রতিবেদক:
চট্টগ্রামের কর্ণফুলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত জাহাঙ্গীর আলম (৪৫) চমেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ জহির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাফর ড্রাইভার বাড়ির মৃত শরীফ আলীর ছেলে বলে জানা যায়।
জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে চরপাথরঘাটা এলাকায় সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খুদ্যারটেক এলাকার অটোরিকশা চালক ইয়াছিনের সঙ্গে নিহতের ভাই কায়সারের সাথে ঝগড়া হয়। এ সময় কিশোর গ্যাংয়ের নেতা রুবেল ঘটনাস্থলে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে চমেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মৃত্যুর পর মরদেহ মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, নিহত জাহাঙ্গীরের স্ত্রী বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
















