সন্দ্বীপে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ শিবের হাট।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শিবের হাটের সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফ বাহিনীর কমান্ডার ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজিবুল আহসান সুমন। বক্তারা বলেন বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে মুক্তিকামী মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছে। সেই সময় থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে আছে। তারা চায় তৃণমূল থেকে আওয়ামী লীগকে ধ্বংস করে পরাজয়ের প্রতিশোধ নিতে।
তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মুখে নিয়ে যারা হাইব্রিড, অনুপ্রবেশকারীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য যারা অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে সন্দ্বীপের তৃণমূল ঐক্যবদ্ধ।
মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মঞ্জুর মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যাপক জনাব নিলুফার বেগম, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল,সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম আকবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন লিটন, মগধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সন্দ্বীপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলম,উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির, সারিকাইত ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম, হীরা কায়সার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও কাঙ্গালি ভোজের বিতরণ করেন।
















