বন্দর নগরী চট্টগ্রামের স্বার্থরক্ষায় নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আ’লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল,স্মরণ সভা ও মেজবানের আয়োজন করা হয়। সংসদের প্রধান পৃষ্ঠপোষক, ৮০ দশকের ছাত্রনেতা, ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস, মহানগর আ’লীগ নেতা আলহাজ্ব মামুনুর রশিদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে এদিন সকালে চট্টলবীরের কবরে পুস্পস্তবক অর্পণ, চশমা হিল জামে মসজিদে কোরআনখানি, রাতে তিন হাজার মানুষের মেজবান অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে স্মরণ সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে চ্টলবীরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মো. হোসাইন। হাজী আবু বক্কর চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আ’লীগের আইন বিয়ক সম্পাদক এড.শেখ ইফতেখার সায়মন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চবি শিক্ষক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, নগর আ’লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, শুলকবহর ওয়ার্ড আ’লীগ সভাপতি আতিকুর রহমান, চবি শিক্ষক ড. মুহাম্মদ হেলাল, পাহাড়তলী থানা আ’লীগ নেতা সরোয়ার মোর্শেদ কচি, খুলশী থানা আ’লীগ নেতা আবু সাঈদ সুমন, শুলকবহর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ সোহারাওয়ার্দী, বাদুরতলা ইউনিট আ’লীগের সভাপতি আকতার ফারুক,
চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দার বাবুল, মুরাদপুর ইউনিট আ’লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোরশেদ আলম, এম এ খালেক, বিপ্লব মিত্র, দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সদস্য আশেক রসুল জাহেদ, মেঝবা উদ্দিন নোবেল,
বাদুরতলা ইউনিট আ’লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, সাবেক ছাত্রনেতা সরফরাজ খান মাসুদ, নাসিরাবাদ পলিটেকনিক আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল, মুরাদপুর ইউনিট আ’লীগের সাধারণ সম্পাদক প্রিয়লাল গোস্বামী, শুলকবহর যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল বশর, চবি ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান, সুজয় বড়–য়া, শ্রমিক নেতা আবুল হোসেন আবু, সঞ্জয় ভৌমিক কংকন, কুতুব উদ্দিন, এমকে আলম বাশেদ, মো. মুরিদুল আলম লিটন, বিশাদ আলী, মিজান শাহরিয়া প্রমূখ।
স্মরণ সভায় মহানগর আ’লীগের আইন বিয়ক সম্পাদক এড.শেখ ইফতেখার সায়মন চৌধুরী বলেন, চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে আপসহীন থেকে দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবাস, উত্থান-পতন ও নানান ঘটনাপ্রবাহে চট্টলবীরে পরিণত হওয়া মহিউদ্দিন চৌধুরী একেবারে তৃণমূল থেকে উঠে এসে বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবস্থান গড়ে তুলেছিলেন। এ কারণেই তিনি মানুষের আস্থা অর্জন করতে সফল হয়েছিলেন।
মহানগর আ’লীগ নেতা আলহাজ্ব মামুনুর রশিদ মামুন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী যখনই সাধারণ মানুষের অধিকার হরণ হয়েছে, তিনি তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ করেছেন। যে কোনো কঠিন সময়ে তিনি চট্টগ্রামবাসীর পক্ষে দাঁড়াতেন। এই ভালোবাসাই মহিউদ্দিন চৌধুরীকে ‘গণমানুষের নেতায়’ পরিণত করে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন।
















