নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারায় পানিতে ডুবে মো. রিহাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝির বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিহাত ওই গ্রামের মো. মুছার ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন শিশুটির পিতা মো. মুছা।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু নাবিল বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে রিহাতকে ভাসতে দেখেন তার খালাতো ভাই । পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
















