চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ (২৭) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক সাঈদ হোসেন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
নিহত আরিফুল ইসলাম নগরের ফকিরহাটের মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ির এলাকার মো. ইসলামের ছেলে। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। আহত সাঈদ হোসেন একই এলাকার কাউছার আলীর ছেলে।
ওসি জাহেদুল কবির বলেন, বন্দরের পাঁচ নম্বর গেট ব্রিজের ওপর কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী আহত হন।
পথচারীরা তাদের উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরিফ নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরেকজন আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।
















