কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি উযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. তাজ উদ্দিন,ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরু নেছা বেবী উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে, মুক্তিযোদ্ধা সংসদ, উখিয়া প্রেসক্লাব সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ ও থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
















