আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার স্মৃতিশৌধে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর সকাল ৮টায় উপজেলার সামাজিক ও রাজনৈতিক এবং আনোয়ারা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৯ টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা সার্কেল এএসপি হুমায়ূন কবির,আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস, এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
















