আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেছেন, নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে গণতন্ত্র। নৌকা মানে জনগণের বিজয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন বারশত ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুম শাহের সমর্থনে এ সমাবেশের আয়োজন করে বারশত ইউনিয়ন আওয়ামী লীগ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম এ হান্নান চৌধুরী মঞ্জু বলেন, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে ভালোবাসা অর্জন করে নৌকায় ভোট চাইতে হবে। নৌকা স্বাধীনতার প্রতীক।
আগামী ৫ জানুয়ারি বারশত ইউপি নির্বাচনে এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে এম এ কাইয়ুম শাহকে পুনরায় নির্বাচিত করুন।
প্রধান বক্তার বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। দেশে এখন উন্নয়ন বইছে বলেই এদেশের মানুষ নৌকা ছাড়া অন্য মার্কা চায় না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবেই চলছে,চলবে ইনশাআল্লাহ।
বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বারশত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী এম এ কাইয়ুম শাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাবের আহমদ,এম এ রশিদ।
উপজেলা যুবলীগের সদস্য নিজামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ ইব্রাহিম, আবদুল মোনাফ, শেখ মোহাম্মদ শাহ, এম এ লতিফ, আবদুর রহিম, আবুল বশর, ইমরান খান, নিউটন সরকার, আশীষ চৌধুরী, আবদুল হালিম, লিয়াকত আলী, মোহাম্মদ ছবুর, মোহাম্মদ তারেক ও মো.ওমর প্রমুখ।
















