আনোয়ারা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় চেয়ারম্যান প্রার্থী মো.জানে আলমের সমর্থনে এ সভা হয়।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান মো.কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।
এছাড়া উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সদস্য আবদুল জব্বার তালুকদার, এডভোকেট ফরিদুল কবির, রায়পুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ফোরকান, ইউনিয়ন যুবলীগের আকতার কামাল চৌধুরী, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়াছিন, আবুল বশর, মোহাম্মদ মনির, মোহাম্মদ সোহেল ও মাহফুজুর রহমান।
সভায় বক্তারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
















