রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় নবাগত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ারুল কাদেরের বরণ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য’র বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীলের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম ছরোয়ার হোসাইন এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.আনোয়ারুল কাদের, বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য ও বিটন চন্দ্র দেব ।
বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সম্মানে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীল।
আনোয়ারা উপজেলায় দায়িত্বকালীন বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য’র কর্মময় সময়ের বিভিন্ন প্রশংসনীয় তৎপরতা, অবদান ও ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সমিতির সহ সভাপতি মিতা দে , কে এম এরশাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক পুলক কুমার সেন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছা বিনিময় মাধ্যমে নবাগত সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বরণ করে নেন আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল ও প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য’র হাতে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেওয়া হয়।