আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ডিসেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেলী দেবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবদুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেইন, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী রবিউল হোসেন চৌধুরী সহ প্রমূখ।
















