হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিনিট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশু মারা গেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকার।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ইজতেমার মাঠ থেকে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মারা যায়।
পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে
















