আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে আটকা পড়া এমভি ক্রিষ্টাল গোল্ড জাহাজটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং কমিটি।
পরিবেশ বিপর্যয় ও নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার এ নির্দেশ দেন মনিটরিং কমিটির সভাপতি ও আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ। এর আগে গত শনিবার দুপুরে ওই কমিটিকে না জানিয়ে জাহাজ কাটা শুরু করে ফোর স্টার এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।
জানা যায়,গত ১৮ নভেম্বর পারকি সমুদ্রসৈকতে আটকা পড়া ক্রিষ্টাল গোল্ড জাহাজটি নানা শর্তে কাটার অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। এ জন্য আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৪(ক) ধারার ক্ষমতাবলে জাহাজটি কর্তন ও পরিবহন সংক্রান্ত কার্যক্রম পরিবেশ সম্মত হচ্ছে কি না তা মনিটরিং করতে বলা হয়। কিন্তু মনিটরিং কমিটিকে অবহিত না করেই জাহাজ কাটার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ।
এ বিষয়ে মনিটরিং কমিটির সভাপতি ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, কমিটিকে না জানিয়ে জাহাজ কাটা শুরু করায় কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কমিটির সভার সিদ্ধান্তের আলোকে জাহাজ কাটার বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
জাহাজ কাটার বিষয়ে জানতে চাইলে ফোর স্টার এন্টারপ্রাইজের অংশীদার মো.আমজাদ হোসেন বলেন,পরিবেশ অধিদপ্তর বিভিন্ন শর্তে আমাদের জাহাজটি কাটার অনুমতি দিয়েছে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক গঠিত মনিটরিং কমিটিকে জানিয়ে জাহাজটি কাটার প্রস্তুতি ছিল। কিন্তু কাটিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা গত শনিবার থেকে জাহাজের সামনের অংশ কাটা শুরু করেন। এ কারণে মনিটরিং কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমেদ জাহাজ কাটার কাজ বন্ধ রাখতে বলেন।
২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার তান্ডবে বহির্নোঙর থেকে জাহাজটি সরে গিয়ে পারকি সৈকতে আটকা পড়ে। জাহাজটির মালিক ছিল চট্টগ্রামের ক্রিষ্টাল গ্রæপ। কিন্তু ব্যাংক ঋণ ও নাবিকদের বেতন জটিলতায় জাহাজটি ১১ কোটি টাকায় নিলামে কিনে নেয় ফোর স্টার এন্টারপ্রাইজ।
তবে ২০১৯ সালের ৬ জানুয়ারি সৈকতে আটকা পড়া জাহাজটি অনুমতি ছাড়া কাটার অভিযোগে শুনানি শেষে ফোর স্টার এন্টারপ্রাইজকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
শুনানিতে ফোর স্টার এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ হাজির হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জাহাজটি কাটার আদেশ পেয়েছে বলে দাবি ফোর স্টার এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো.মুফিদুল আলম বলেন,পারকি সৈকত ও পরিবেশের ক্ষতিসাধনের বিষয়টি বিবেচনায় নিয়ে জাহাজটি যেখানে যে অবস্থায় আছে, সে অবস্থায় কাটার অনুমতি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিষয়টি দেখভালোর জন্য ৭ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
















