মাদক বর্তমান সময়ে দেশের অগ্রগতির এক বড় বাধা,বর্তমান যুব সমাজের অবক্ষয় ঠেকাতে মাদকের বিস্তার রোধ কল্পে সবাইকেই সোচ্চার হতে হবে।এর ভয়াল ছোবল থেকে বর্তমান সমাজকে রক্ষায় সরকারী সংস্থার পাশাপাশি পরিবারের সচেতনতা বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক সভা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফর রহমানের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন রেজা সরোয়ার অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেল, সহকারি কমিশনার অমিত রায় সহ বিভিন্ন সরকারি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।