জাহেদুল হক, আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলায় ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো.আনোয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে স্ব-স্ব ইউপির রিটার্নিং কর্মকর্তারা ওই ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন,ঋণ খেলাপির দায়ে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ,বটতলী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেল ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদপ্রার্থী ঝুমুর মহাজন।
এ ছাড়া তথ্যগত ভুলের কারণে বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদপ্রার্থী নুরুল আবছার ও বরুমচড়া ইউনিয়নের সংরক্ষিত আসন-৩ এ নারী সদস্য প্রার্থী ঝর্ণাতুল ফেরদৌসের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ জানুয়ারি এ উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
















