স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের আনোয়ারায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ চৌধুরীকে ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং সাইয়েদ মো. আনোয়ার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
মামুনুর রশীদ চৌধুরী আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউপির বর্তমান চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ।
তিনি জানান চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী মামুনুর রশীদ চৌধুরীর ঋণখেলাপির জন্য তার মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আপিল করা যাবে।
















