বাবলু দাশ,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি :
হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গৃহিত সপ্তাহব্যাপী কমসূচির অংশ হিসেবে শনিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে “কুইজ জেতো মুক্তিযুদ্ধকে জানো” শীর্ষক মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজের বিষয়বস্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস,মুক্তিযুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্র, উপন্যাস, গল্প, নাটক, গান, কবিতা,বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর অবদানসমূহ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনাপ্রবাহ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃহৎ রাষ্ট্রসমূহের ভূমিকা, মুক্তিযোদ্ধাদের উপাধি ও স্বীকৃতিসমূহ।
প্রতিযোগিতায় ১ম,২য়,ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে এলড্রিন চাকমা,উখ্যাইওয়াং মারমা,পাইশিউ মারমা। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক মোঃ মমিনূল হক,অফিস সহকারী মোঃ কামরুল হাসান, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,মো.আরিফ হোসেন,সুবীর মিত্র,মো. বসু মিয়া, মো. মিনহাজ,অভিজিৎ দাশ ও মো. শরীফ উদ্দিন প্রমুখ।
















