নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল হান্নান (৪২), শাহবুদ্দিন (৩২), সাইফুল ইসলাম মামুন (২৫) এবং আসিফ খান মনির (২৪)
র্যাবের এএসপি নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ১৭ নং ওয়ার্ড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩ জুন পৌণ দুইটার দিকে র্যাবের একটি দল অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আব্দুল হান্নান , শাহবুদ্দিন , সাইফুল ইসলাম মামুন এবং আসিফ খান মনিরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৯ হাজার ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।