মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার :
কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক বলেছেন, নিজ এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। কারণ নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে দেশের উন্নয়নের অংশীদার হন। গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি আস্থা রাখুন।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কর্ণফুলী উপজেলা ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নূরে মদিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি। ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাজী নুরুল হকের সমর্থনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নৌকা প্রতীকের বিদ্রোহীদের উদ্দেশ্যে যুবলীগ নেতা সেলিম হক বলেন, “যারা সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন, অসম্মান করেছেন, দলে তাদের দরকার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতি আস্থা রাখতে পারেনি, তাহলে আগামীতে দলও তাদের প্রতি আস্থা রাখবে না। ভবিষ্যতে দলে তাদের কোন জায়গা হবে না। নৌকা প্রতীকের বিরোধীতা করার চরম মূল্য দিতে হবে। ৪টি ইউনিয়নের মধ্যে ১টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি ইউনিয়নেও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। এ জন্য আপনারা যার যার এলাকায় প্রচার-প্রচারণা চালাবেন।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কর্ণফুলী উপজেলা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার জয়রথ শুরু করুন। নৌকা বিজয়ী হলে গ্রামে পাল্টে যাবে উন্নয়নের চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে নৌকার বিজয় উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আহমদের সভাপতিত্বে প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী হাজী নুরুল হক, কর্ণফুলী উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো.আলী,সহ-সভাপতি হাজী আবু তৈয়ব, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক, জুলধা ইউনিয়ন আ.লীগ নেতা এসএম ইব্রাহিম, নাছির মুন্সী, ইব্রাহিম শরীফ, মো.আবছার কোম্পানি, কাজী এহসান, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো.সেলিম, বক্তব্য দেন।
এইসময় জুলধা ইউনিয়ন যুবলীগ নেতা নুর ইসলাম, সেকান্দর বাদশা, সাইফুল হাসান, মো.আরিফ, মো.মহিউদ্দিন, মো.এনাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, সদস্য আবুল বশর ছোটন, নঈম উদ্দিন তালুকদার, শাহীন হাসান, সাদ্দাম নবী সহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















