নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় রিকশাযাত্রী বাবা ও তার কিশোরী মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিকশাটির চালক।
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর চাষাড়ায় জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার ব্যবসায়ী আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বেলি (১৫)।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, যুক্তরাষ্ট্র থেকে কিছুদিন আগে দেশে আসেন বেলি। এরপর নিজের বাড়িতে পরিবারের সাথে সময় কাটিয়ে চাষাড়ায় খালার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে বেলির বাবা তাকে নিয়ে যেতে খালার বাড়িতে আসেন। দুপুরে খালার বাসা থেকে বাবার সঙ্গে রিকশায় চড়ে বেলি চাষাড়ার উদ্দেশে যাচ্ছিলেন।
ডাক বাংলোর সামনে একটি ইটবাহী ট্রাকের ধাক্কায় রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। গুরুতর আহত হন রিকশাটির চালক। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















