স্টাফ রিপোর্টার :
আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের শোডাউন নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।
আনোয়ারা উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা জানান, বৈরাগ ইউনিয়নে ১জন, বারশত ইউনিয়নে , রায়পুর ইউনিয়নে ৬ , বটতলী ইউনিয়নে ২, বরুমছড়া ইউনিয়নে ৩ ,বারখাইনে ইউনিয়নে ১, সদরে ইউনিয়নে ৪ , চাতরী ইউনিয়নে ২ , পৌরকৌড়া ইউনিয়নে ৫জন, হাইলধর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
তারা হলেন বৈরাগ ইউনিয়নে আ.লীগের প্রার্থী নোয়াব আলী (নৌকা)। বারশত ইউনিয়নে আ.লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমীরণ নাথ,ফজলল করিম চৌধুরী,আমিনুল হক। রায়পুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী জানে আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিন শরীফ,ছালামত উল্লাহ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, হাফেজ আবুল কালাম, ফরিদ উদ্দিন।
বটতলী ইউনিয়নে আ.লীগের প্রার্থী অধ্যাপক এম এ মন্নান চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল। বরুমচড়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাদত হোসেন চৌধুরী ও আবুল বশর। বারখাইন ইউনিয়নে আ.লীগের প্রার্থী হাসনাইন জলিল চৌধুরী (নৌকা) ।
আনোয়ারা সদর ইউনিয়নে আ.লীগের প্রার্থী অসীম কুমার নাথ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম,দিদারুল ইসলাম ও স্বপন ধর। চাতরী ইউনিয়নে আ.লীগের প্রার্থী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামশুদ্দিন চৌধুরী। পরৈকোড়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী মামুনুর রশীদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান জিয়াউল ইসলাম,আবদুল হক ও নাজিম উদ্দিন। হাইলধর ইউনিয়নে আ.লীগের প্রার্থী কলিম উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সোলেমান ও আবু তাহের।
তবে বৈরাগ ও বারখাইন ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় জয়ের পথে আ.লীগের প্রার্থী নোয়াব আলী ও হাসনাইন জলিল চৌধুরী শাকিল।
সব মিলিয়ে ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩০ জন। সংরক্ষিত পদে ৯৩ জন। সাধারণ পদে ৪১১ জন। মোট ৪১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। এসব প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিসার তনুশ্রী গোস্বামী চট্টগ্রাম নিউজকে বলেন, ৫ম ধাপে আনোয়ারার ১০ ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোন প্রার্থীর কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।
















