শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমিন জুট মিলসের শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিল গেইটের সামনে শ্রমিক-কৃষক-ছাত্র-ঐক্যের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় পাওনা আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিয়ে অনেকদিন থেকে শ্রমিকদের ঘুরানো হচ্ছে। আধুনিকায়ন করার কথা বলে বন্ধ করে দেওয়া পাটকল একবছর পেরিয়ে গেলেও চালু করা হয়নি। এছাড়া বেতন বকেয়া থাকায় শ্রমিকদের অনেকে অর্থকষ্টে জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
এর আগে গত বছরের ৩০ মে সরকারি এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে যায় পাটকলের প্রায় ৭০ হাজার শ্রমিক। ওই সময় শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং মিলগুলোর আধুনিকায়ন করে দুইমাসের মধ্যে পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন পাটমন্ত্রী।