কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকা থেকে সিএনজি যোগে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ জুন বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃরা হলেন, মোঃ মনির হোসেন (১৯), মোঃ জসিম (৪২), মোঃ ইমরান (২০), মোঃ আব্দুল্লাহ আল নোমান(১৯)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বান্ডেল রোড এলাকায় কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় মোঃ মনির হোসেন, মোঃ জসিম নামে দুইজনকে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশী করে একটি টিপ ছোরা, একটি লোহার পাইপ ও একটি সিএনজি উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্ডেল রোড এলাকায় অভিযান চালিয়ে সিএনজি যোগে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা ভোর ও রাত্রি বেলায় অবৈধ অস্ত্রসহ চট্টগ্রাম কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।