করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ লঙ্ঘন করে বিয়ের আয়োজন করায় চট্টগ্রামের কর্ণফুলীতে ১টি কমিউনিটি সেন্টারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ জুন (বুধবার) উপজেলার ক্রসিং এস আর স্কয়ার নামের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার সুকান্ত সাহা জানান, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধে এ কমিউনিটি সেন্টার এস আর স্কয়ারে বিয়ের আয়োজন করা হয়েছিল।
তিনি বলেন, “বিয়ে আয়োজনের খবর পেয়ে সকালে কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
এতে মালিক পক্ষকে সাত হাজার বর পক্ষকে ৫ হাজার ও কনে পক্ষকে ৫ করে ১৭ হাজার টাকা জরিমানা করে বিধিনিষেধের এ ধরনের আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।”
বরের আগেই ম্যাজিস্ট্রেট হাজির দেখে অনেকে পালিয়ে যান।