চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চমেক আগামী ২৭ নভেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত ৩০ জনকে বিভিন্ন মেয়দে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) কলেজের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার।
তিনি বলেন, আগামী ২৭ তারিখ থেকে কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ছাত্রীদের হোস্টেল শিগগির খুলে দেওয়া হলেও ছাত্রদের হোস্টেল খোলার ব্যাপারে আরেকটু সময় নেওয়া হচ্ছে।
গত ২৯ ও ৩০ অক্টোবর ঘটে যাওয়া ঘটনায় বিভিন্ন মেয়াদে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
















