যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটির ডিস্ট্রিক্ট ৩৯ ব্রুকলিনে প্রথম কোনো বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে রের্কড় করলেন ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ (মুনমুন)।
মঙ্গলবার (২২ জুন) সিটির নির্বাচনী প্রাইমারিতে ৩৯ ডিস্ট্রিক্ট থেকে তিনি কাউন্সিলর পদের জন্য নির্বাচিত হন।
তবে ভোটের চেয়েও লড়াইটা কঠিন ছিল দলের মনোনয়ন। আর ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই বিজয় নিশ্চিত! নিউইয়র্ক স্টেট এসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী মনোনয়নে চূড়ান্তও হন মুনমুন। তাই জয়টা ছিল তার জন্য সময়ের ব্যাপার মাত্র।
নিউইয়র্ক প্রবাসী মুনমুন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের মেয়ে। যেন রক্তেই তার রাজনীতি।