কাপড় শুকাতে গিয়ে তিনতলার ছাদ থেকে পা পিছলে পড়ে বৃষ্টি (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার ১ নম্বর পানির কল তালতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টি ওই এলাকার বাসিন্দা মো. তৌহিদের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে ছাদ থেকে পড়ে আহত হওয়া এক তরুণীকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।