কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীর দুর্ধর্ষ ‘ডাকাত’ রিদোয়ান ডাকাতকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে কালারমার ছড়া উত্তরনলবিলা চালিয়াতলী থেকে জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক ডাকাত রিদোয়ান (২৭) প্রকাশ কালো রিদোয়ান উপজেলার কালারমারছড়া উত্তর ঝাপুয়া গ্রামের আজিজুল হকের পুত্র।
গ্রেফতারের পর বিকালে মহেশখালী কুতুবদিয়া সার্কেলের এএসপি জাহেদুল ইসলামের নেতৃত্বে আটক ডাকাত রিদোয়নকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ষাইটমারা কালারমারছড়া পাহাড়ে আব্বাসের কামার বাড়ীর পাহাড়ে তার আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি কাটা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ৮ টার সময় মহেশখালী থানায় ধৃত ডাকাতকে নিয়ে সংবাদ ব্রিফি করেন এএসপি এবং ওসি।
মহেশখালী কুতুবদিয়া সার্কেলের এএসপি জাহেদুল ইসলাম বলেন, কালারমারছড়া -মাতারবাড়ী সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ গোয়েন্দা দল কাজ করছে। এই গ্রেফতার ও অস্ত্র উদ্ধার তারই একটা অংশ।
আর ডাকাত প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, ডাকাতের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে বলে জানান তিনি।