কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:
উখিয়ায় প্রশাসনিক ও গোয়েন্দা নজরদারি, সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে উপজেলার ৫ ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে অপ্রতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন জানান,হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়ার ভোট কেন্দ্রেটি স্থগিত করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান,ভোটাররা সকাল থেকে নারী পুরুষ সুন্দর ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের নিজের পছন্দনীয় প্রতিকে প্রধান করেছে।তিনি আরো বলেন,কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল পরিমাণ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
উখিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন জন্য ১৫ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্টেট নিয়োগ প্রদান করা হয়।সুষ্ঠু নির্বাচনে নিয়মিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়। এরমধ্যে অতিরিক্ত পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ান সমম্বয়ে ১০ টি মোবাইল টিম ও ৫ টি স্টাইকিং টিম, ৬ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪ টি টিম মোতায়েন করা হয়েছিল বলে নির্বাচন অফিসার জানান।
বৃহস্পতিবার উপজেলার ৫ ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটার সাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজের মাঝে পরিলক্ষিত হয়।
উখিয়ার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র, আওয়ামী লীগের বিদ্রোহী সহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে অধিকাংশ নিস্ক্রিয় ডামি প্রার্থী রয়েছে। সংরক্ষিত ১৫ টি মহিলা সদস্যা পদে ৪৬ জন ও সাধারণ সদস্য পদে ২৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।