বালতিতে করে ইয়াবা পাচার করার সময় ফেনী জেলার মহিপাল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মোঃ ছেলিম (৩৫) নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ৭, চট্টগ্রাম।
আজ ২২ জুন, মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর উপ-অধিনায়ক (মিডিয়া) মেজর মোঃ নাসির উল হাসান খান।
গ্রেফতারকৃত মোঃ ছেলিম, মুন্সিগঞ্জের লৌহজং থানার গোয়ালিয়া মান্ডার গ্রামের মনির হোসেনের ছেলে।
বালতিতে ২৩ লাখ টাকার ইয়াবা !তিনি জানান, র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মহিপালে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. ছেলিমকে র্যাব সদস্যরা আটক করে।
পরে আটককৃত আসামীর নিজ দখলে থাকা বালতি তল্লাশি করে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামী অভিনব কায়দায় স্টীলের বালতির ভিতর ইয়াবা পরিবহন করছিলো।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবতীর্তে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলো। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ২৩ লাখ ১৯ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।