কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:
বাঙ্গালির চিরাচরিত ঐতিহ্যের ধারায় উৎসবের আমেজে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদান ও গ্রহণ। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালটা শান্তিপূর্ণ ভাবে উৎসুক ভোটার ও জনতা আগ্রহ ভরে ভোট কেন্দ্রের আশ পাশে আসতে শুরু করেছে।
উখিয়া উপজেলায় ৫ ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ও বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলবে।নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মনে আনন্দের আমেজ চলছে। আবার অনেক ভোটার উৎকন্ঠা ও শংখিত মন নিয়ে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ নিয়ে সময় পার করছেন।
জানা যায়, উখিয়ায় মেয়াদোত্তীর্ণ রাজাপালং, পালংখালী, রত্নাপালং, জালিয়া পালং ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার বিপক্ষে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একাধিক স্বতন্ত্র প্রার্থী। এ ক্ষেত্রে নির্বাচন প্রচারণায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
উখিয়ার প্রত্যেক ভোট কেন্দ্রে আশাতীতভাবে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অসংখ্য নারী ও পুরুষ লাইনে দাঁড়িয়ে প্রচন্ড ঠেসাঠেসিতে গরমের মধ্যে মহিলাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।