চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইতে আগুন লেগে ৫ টি দোকান ও ১২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২১ জুন) দিনগত রাত ১টার দিকে সারিকাইত দারুল উলুম মাদ্রাসার পশ্চিমে (নোয়াব কোম্পানির স’মিল) সাঈদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোররাত পৌনে ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কাঠ ও বেড়ার তৈরি চায়ের দোকান, ইলেকট্রনিকস ও কম্পিউটারের দোকান, আসবাবপত্রের দোকান, ইলিশ মাছের জালের দোকান, একটি বরফ ফ্যাক্টরির দোকান পুড়ে গেছে।এ সময় পুড়ে যায় ফ্যাক্টরির দোকানে রাখা ১২টি মোটরসাইকেলও।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ ফায়ার স্টেশনের অফিসার কিরিটি রঞ্জন জানান, স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।