বান্দরবান রুমা বাজার এলাকায় মাহিন্দ্র গাড়ি রাকিব (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।
সোমবার (২১ জুন) রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী চট্টগ্রাম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে র্দুঘটনাটি ঘটে। নিহত রাকিব বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেম পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায় বিকাল সাড়ে চারটার দিকে রুমা সদরঘাট থেকে রুমা বাজারে যাওয়ার পথে পলিপাড়া এলাকায় মাহীন্দ্র গাড়িটি চালকের বসার আসনে নীচে পেরেকের স্ক্রুপ খুলে যায়। এতে যাত্রী নিয়ে গাড়িটি উল্টে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রায়হান সিদ্দিকী জানান,রুমায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মধ্যে একজনের অবস্থা খুবই আসঙ্খা জনক ছিলো তাকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছে বলে শুনেছি।একই দুর্ঘটনায় আহত আরেক নারী কাঁধে আঘাত প্রাপ্ত হয়। পরিক্ষা নিরীক্ষা সুবিধার্থে বান্দরবান সদরে রেফার করা হয়েছে।