চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর থানার তাসপিয়া ক্লাবের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রমজান আলী (২৫) নামের এক পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২১ জুন) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত রমজান আলীকে হাসপাতালে আনায়নকারী বাবুল জানান, কাভার্ডভ্যানটি পিছন থেকে পিকআপকে ধাক্কা দিলে পিকআপের ড্রাইভার গুরুতর আহত অবস্থা চমেক হাসপাতালে নিয়ে আসি। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে ২৮ নম্বর ওয়ার্ড ভর্তি দেন।