কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণার তৃতীয় দিনেই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রচারণার গাড়ীতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রচারণায় নিয়োজিত গাড়ি চালক মোহাম্মদ মানিক(৩০) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম বালুখালী প্রবেশমুখে প্রতিপক্ষ গ্রুপ এই হামলার ঘটনা ঘটান।
জনগনের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা গাড়িতে প্রতিপক্ষ প্রার্থী ফজল কাদের ভুট্টোর সমর্থক ছৈয়দ নুরের ছেলে মোঃ আশিক ও ইয়াকুবের ছেলে মোঃ রফিকের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দা,লাঠিসোঁটা নিয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় আহত গাড়ি চালককে উদ্ধার করে কুতুপালং এমএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
এদিকে ফুটবল প্রতীকের প্রচারণা গাড়িতে হামলার ঘটনার খবর পেয়ে জাহাঙ্গীরের কয়েকশত কর্মী-সমর্থক জড়ো হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত প্রতিপক্ষ প্রার্থী ফজল কাদের ভুট্টোর সাথে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ফুটবল প্রতীকের প্রচারণা গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জাহাঙ্গীর আলম।