চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও বসতবাড়িতে ভাংচুর করা মামলার প্রধান আসামি মো. আব্দুল মজিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতরাত ১২ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গ্রেপ্তার মো. আব্দুল মজিদ নিজেকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে থাকেন। এই পরিচয়ে তিনি জায়গা জমিতে সাইনবোর্ডও টাঙিয়ে থাকেন।
তিনি উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের সিকদার বাড়ির মৃত হাজী আব্দুল হাইয়ের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, মো. আব্দুল মজিদ ভাংচুর ও চুরি মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শাহমীরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
প্রসঙ্গত, গত ১৫ জুন দুপুরে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর ৫ নং ওয়ার্ডের মো. ফোরকান সিকদারের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও বসতবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় বাড়ির মালিক ১৭ জুন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে কর্ণফুলী থানায় মামলা (৩৭/২৬৭) দায়ের করেন।
মামলার প্রধান আসামি ছিলেন গ্রেপ্তার মো. আব্দুল মজিদ।