চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পাঁচ তলা থেকে পড়ে আরমান (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌণে নয়টায় দিকে পাহাড়তলীর ভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন নগরীর পাহাড়তলীতে নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় কাজ করার সময় নিচে পড়ে মাথায় আঘাত পান আরমান। আহতাবস্থায় সকাল সাড়ে ৯টায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।