সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত। এ ঘটনায় আরো একজন জন আহত হয়েছে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। রবিবার (২০ জুন) দিবাগতরাতে উপজেলার ইকোনমিক জোন এলাকায় মোটরসাইকেল নিয়নন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন, উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও মধ্যম মিঠানালা গ্রামের মেহের আলী ভূইয়া বাড়ির মোহাম্মদ আলী জিনুর ছেলে জাবেদ হোসেন (২৮) ও একই বাড়ির তছলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন (১৫)। আহতের নাম হলো, মো. দিদার হোসেন। তারা তিনজনই মোটর সাইকেলের আরোহী ছিলেন।
নিহতের স্বজন মো. আলাউদ্দিন বলেন, রবিবার বিকেলে পরিবারের সবাই মিলে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মিরসরাই পৌর সদরে অবস্থিত মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিলে সেখানে জাবেদ হোসেন ও নাজমুল হোসেন কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত মো. দিদার চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন দুলাল।