“বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন” এর ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। কমিটি অনুমোদন দেন উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক সন্তোষ বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া এবং শিক্ষক প্রতাপ বড়ুয়া।
চট্টগ্রামের পটিয়া থানা এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সিমাজু বড়ুয়া সীমান্ত, বিকাশ বড়ুয়া, সৈকত চৌধুরী, রনি বড়ুয়া চৌধুরী, রূপন্তি বড়ুয়া, রাজীব চৌধুরী, শোভন বড়ুয়াকে যুগ্ম-আহ্বায়ক করে এই কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সদস্য উত্তম বড়ুয়া, আশীষ বড়ুয়া , সন্তু বড়ুয়া, ডা. নোবেল বড়ুয়া, ডিপুল বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া,রবিন বড়ুয়া,প্রণয় তালুকদার,সঞ্জয় বড়ুয়া,আকাশ বড়ুয়া জুয়েল বড়ুয়া, রাজীব বড়ুয়া, প্রণব বড়ুয়া, প্রিয়া চৌধুরী, ইমন বড়ুয়া, রাসেল বড়ুয়া, রিটন বড়ুয়া,বিপ্লব বড়ুয়া এবং পিয়াস বড়ুয়া।
অনুষ্ঠানে সৈকত চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন করেন শিক্ষক সন্তোষ বড়ুয়া, প্রধান অতিথি প্রঞ্জাজ্যোতি বড়ুয়া লিটন, বিশেষ অতিথি তাপস কান্তি বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি সংগঠন সমাজ ও জাতিকে অনেক কিছু দিতে পারে, প্রত্যেক মানুষেরই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে আর সমাজের মানুষের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে গেলে সংগঠিত হওয়া উত্তম পন্থা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন এলাকার বৌদ্ধরা উপস্থিত ছিলেন।