কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রুপের এক সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়,২০জুন সকাল ৭টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্য সি-ব্লকের ৯৪৯/২নং শেডে অভিযান চালিয়ে সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য মোঃ হারুনের পুত্র মোঃ শাহকে আটক করে। সে অত্র ক্যাম্প এলাকায় বিভিন্ন আইন-শৃঙ্খলা বিঘ্নকারী ও সন্ত্রাসমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, আটক সন্ত্রাসী গ্রুপের সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।