মো. আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজ ২০ জুন উপজেলা অডিটোরিয়াম হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চন্দনাইশ উপজেলায় ৫১টিসহ সাড়া দেশে ৫৩ হাজার ৩শত ৪০টি পরিবারের মাঝে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন হোসাইন চৌধুরী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনেসপ্কেটর আক্তার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান বেট্টা, কাঞ্চনবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আরিফ উদ্দিন, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা ছালেহ উদ্দিনসহ সরকারী ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।