“মুজিব আদর্শে বিশ্বাসীরা ৩টি করে গাছ লাগান” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আজ রবিবার (২০ জুন) সকালে ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ,সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন বলেন, ‘ মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের পক্ষ থেকে আমরা ক্যাম্পাসে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ করলাম। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক এবং আমাদের পরিবেশ যেন ঠিক থাকে। শেখ হাসিনার সরকার পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। সেই উন্নয়নের জন্যই আমাদের এই কর্মসূচী। সবাই মিলে ব্যাপকভাবে বৃক্ষরোপন করি এবং আমাদের সোনার বাংলাকে আরো সোনার সবুজ বাংলা করি।’
এ সময় অন্যদের মধ্যে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তাফহিমুল ইসলাম সোহেল, বশির উল্লাহ লিটন, তাওহীদুল হক কাইসার, জয়নাল আবেদিন, রাকিব বিন আবদুর, যুবরাজ দাশ, আনিসুর রহমান, অভি রয়, মারিয়া মেহেরোজ, রিদুয়ানুল ইসলাম, সাহিদুর রহমান, মেহেরাব হোসেন, আয়াছ মাহম্মুদ উপস্থিত ছিলেন।