চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)
শনিবার (১৯ জুন) তাকে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়। তার কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র, ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আটক অস্ত্রধারী সন্ত্রাসীর নাম মো.হাবিবুল্লাহ (৩৩) তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাফা বাজার এলাকার চুন্নু মিয়ার পুত্র। সে বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করেন।
গতরাতে তাকে গ্রেফতার করা হয় এইসময় তার কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র ,ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।