চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। করোনা ভাইরাসের কারণে এই অনুষ্ঠান ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি রাজধানীর দলীয় কার্যালয় থেকে অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়েছেন৷
সকাল থেকেই সম্মেলনস্থল চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে জড়ো হতে থাকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷ সম্মেলনস্থল সহ আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য দ্বায়িত্ব পালন করছে৷ সিএমপি’র দক্ষিণ জোনের উপ-কমিশনার বিজয় বসাক বলেন, সম্মেলনস্থলে প্রবেশের পূর্বে সকলকে আর্চওয়ের মাধ্যমে তল্লাসী করা হয়েছে৷ নির্দিষ্ট কার্ড ছাড়া কাউকেই এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷
সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ভার্চ্যুয়ালি সংযুক্ত হওয়ার কথা রয়েছে৷