মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম
মোহাম্মদ আলী (২৭) বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে। মোহাম্মদ আলী হিঙ্গুলী ইউনিয়নের উত্তর জামালপুর এলাকার চৌধুরী মেম্বার বাড়ির কোব্বাত হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায় , মোঃ আলী ব্যবসা প্রতিষ্ঠানে রাত যাপন করতেন। প্রতিদিন সকালে দোকান থেকে বাড়িতে গিয়ে নাস্তা করলেও বুধবার সকালে বাড়িতে না যাওয়ায় তার মা দোকানের বাহির থেকে ডাকলে কোন সাড়া পাননি।
পরে স্থানীয়রা দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখনও নিহতের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেননি। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে বলে জানান তিনি।
















