নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও সূবর্ণচরের ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের নয়জন ও বিদ্রোহী চারজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় দুই উপজেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা এ ফলাফল ঘোষণা করেন।
হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, হাতিয়া উপজেলায় সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পাঁচজন ও স্বতন্ত্র দুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- মেহেদী হাসান (নৌকা), আলাউদ্দিন আজাদ (নৌকা), নুরুল আফছার দিনাজ (নৌকা), রাশেদ উদ্দিন (নৌকা), মহিউদ্দিন আহমেদ (নৌকা), জাহাজমারা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মাছুম বিল্লাহ (আনারস) এবং বুড়িরচর ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. ফখরুল ইসলাম (আনারস) জয়ী হয়েছেন।
অন্যদিকে সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, সুবর্ণচর উপজেলায় ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের নৌকার প্রতীকের চারজন ও স্বতন্ত্র দুজন বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
তারা হলেন- আমিনুল ইসলাম রাজিব (নৌকা), আবুল বাশার মঞ্জু (নৌকা), অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), আবদুল মান্নান ভূঁইয়া (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট আবুল বাশার (মোটরসাইকেল) ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মহিউদ্দিন চৌধুরী (আনারস) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ এনে হাতিয়ায় নৌকা প্রতিকের দুই চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচ ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন এবং দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জালভোট দেওয়ার দায়ে আটকসহ প্রার্থীদের অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়া নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
















