নগরীরর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি আরাফাতুল ইসলাম এ তথ্য জনান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার চৌধুরী পাড়া এলাকায় রোববার রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে একশ পাঁচ লিটার চোলাই মদসহ মোঃ নাজিম উদ্দিন (৩৮) কে গ্রেফতার করা হয়। একইদিন রাতে অপর এক অভিযানে শহীদ পাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ মোঃ সোয়াইব প্রঃ সফি (২৮) ও জোবায়েদ হোসেন রানা (২০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
















